ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে পা দিয়ে গ্রেফতার হলো হত্যা মামলার পলাতক মূল আসামী আসাদুল।
ঝিনাইদহের শৈলকুপা সার্কেল এসপি তারেক আল্ মেহেদি সাংবাদিকদের জানান, গত ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে হরিণাকুন্ডু থানার মান্দিয়া সরকারি ক্যানালের পাশে তোয়াজ উদ্দিন মন্ডল (৬০) কে গলা কেটে হত্যা করা হয়। সেই মামলার পলাতক এজাহার নামীয় মূল আসামী হরিণাকুন্ডু থানার কালাপাড়িয়া (আবাসন) এর মৃত. এলেম মন্ডলের ছেলে আসাদুল (৪২) কে গ্রেফতার করার জন্য জনৈক নারী কনস্টেবল দিয়ে কৌশলে প্রেমের ফাঁদ পাতা হয়। কলেজ ছাত্রী পরিচয়ে প্রেমের অভিনয় চলে দীর্ঘ এক মাস। এক পর্যায়ে প্রেমিক আসাদুল প্রেমিকা নারী কনস্টেবলের সাথে দেখা করতে মরিয়া হয়ে শৈলকুপা থানার চাঁদপুর বাজার পৌঁছায়। অবশেষে ২৮/০৩/২০১৯খ্রিঃ বৃহস্পতিবার দুপুরে প্রেমের ফাঁদে পড়া আসামী প্রেমিক আসাদুলকে শৈলকুপা থানার চাঁদপুর বাজার থেকে হরিণাকুন্ডু থানা পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপা সার্কেল এসপি তারেক আল্ মেহেদি নিজের কর্মস্থলে যোগদানের পরেই ২৪ ঘন্টার মধ্যেই হত্যা, মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামীদেরকে বিভিন্ন কৌশলে গ্রেফতার করে শৈলকুপা ও হরিণাকুন্ডু এলাকায় ইতোমধ্যে জনসাধারণের যথেষ্ট সুনাম কুড়িয়েছেন ।