মাও: শামীম আহমেদ আহমেদ সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি >>
পাবনার সাঁথিয়া উপজেলা গাঙ্গুয়াহাটি নামক স্হানে পাবনা — ঢাকা মহাসড়কে আজ শনিবার ২২ জুন বিকালে ইট ভর্তি ট্রেলি গাড়ী ও ঢাকাগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষে ট্রলি চালক নিহত হয় । নিহত ব্যক্তির নাম সজিত (৩২) ।তিনি আমিন পুর থানার রুপপুর গ্রামের মো: আব্দুল ওহাবের ছেলে। আহত হয় আরো তিন জন। আহতদেরকে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
স্হানীয়রা জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে ইট ভর্তি ট্রলি গাড়ী সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্হলে একজন মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।