
এএসএম সা’-আদাত উল করীম: জামালপুরের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বলেছেন, জনসাধারণের মাঝে ব্যাপকহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রচার চালাতে হবে। জনসচেতনতা বৃদ্ধিকল্পে সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় চালিয়ে যেতে হবে। আইন বাস্তবায়নে ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য যথাসম্ভব সকল উদ্যোগ নিতে হবে। তিনি ২৬ ডিসেম্বর বৃহস্পতি বার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রমুখ। সেমিনারে ভোক্তা অধিকার অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম একটি সচেতনতামূলক ভিডিও চিত্র উপস্থাপন করেন।