……সেলিমা আহমাদ মেরী এমপি
মোশারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লা- ২ হোমনা-তিতাসের সংসদ সদস্য ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ মেরী বলেছেন, পুরনো সব কিছু ভুলে নতুন বছরের শুরু থেকেই আমরা হোমনা ও তিতাসকে নতুনভাবে গড়তে চাই। তিনি শিক্ষকদের থাকা একাধিক সমিতিকে নির্বাচনের মাধ্যমে একটি করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শিক্ষক; ভেদাভেদ ভুলে আপনাদের মাধ্যমে মানসম্মত শিক্ষা অর্জনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানসম্মত শিক্ষা অর্জিত হলেই দেশ এগিয়ে যাবে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত মাসিক সমন্বয় সভা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সঙ্গে এক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সেলিমা আহমাদ মেরী এমপি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সঙ্গে নিয়েই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। শিক্ষার মানোন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব; অঙ্গিকার করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ‘আসছে আলোর প্রহর-গ্রাম হবে শহর’ উল্লেখ করে তিনি বলেন, যদি শিক্ষকরা একজোট হয়ে আন্তরিকভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যান, তাহলে আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ ও প্রকৃত আলো হয়ে দেখা দেবে। তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, মো. হুমায়ুন কবীর ও আবদুস ছালাম প্রমুখ।