পাবনা প্রতিনিধি >>
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আজ ২০ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ পালিত হয়েছে। কর্মসূচী’র মধ্যে ছিলো শোভাযাত্রা ও আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে একটি শোভাযাত্রা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান রশীদ হোসাইনী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান মোন্নাফ প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।