
তোফাজ্জল হোসেন বাবু,পাবনা :
পাবনায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার ৯ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস-চেয়ারম্যান এবং ৯ জন সংরক্ষিত মহিলা আসনের ভাইস-চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনার ৯ উপজেলার ৬টিতে আওয়ামী লীগ এবং ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।