আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলা প্রশাসনের তত্বাবধানে করা হচ্ছে ‘নীলসাগর ইকো পার্ক’। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শুক্রবার (২২ ফেব্রুয়ারি)।
নতুন পরিচিতি পাচ্ছে পাখির অভয়াশ্রম ও নীলফামারীর বিনোদন কেন্দ্র ‘নীলসাগর’। দুপুরে ইকো পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার জয়নুল বারী বলেন, নীলসাগর বাংলাদেশের মধ্যে একটি পরিচিত স্থান। বিভিন্ন স্থান থেকে পর্যটকগণ আসেন এখানে বেড়াতে। ভ্রমণ পিপাসুদের জন্য বিনোদনের ব্যবস্থাও এটি। ঐতিহ্যপূর্ণ নীলসাগরকে কীভাবে আরো দর্শনীয় করা যায় এজন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তত্বাবধানে এটি করা হবে।
নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, সব মিলিয়ে নীলসাগরকে পরিপুর্ণ করতে চাই। যাতে পর্যটকগণ বিনোদন গ্রহণ করতে পারেন এখানে এসে। প্রকৃতি, পরিবেশ, সবুজায়ন এবং বিভিন্ন প্রাণি এখানে সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী তিন বছরের এটি সম্পন্ন করা হবে। পরিশেষে তিনটি বকুল গাছের চারা রোপণ করেন বিভাগীয় কমিশনার। একই দিনে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নীলসাগরের ভেতরে অবস্থিত ওয়াক্তিয়া মসজিদটি ‘নীলসাগর জামে মসজিদ’ হিসেবে পুর্ণতা লাভ করে।