মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।। “বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষণের ঠাঁই নেই, শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাঁই নেই”এই শ্লোগানকে সঙ্গে নিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের ফাঁসির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।বৃহস্পতিবার (৮ অক্টোবর )দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী,সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু প্রমুখ।
একই দিনে একই দাবিতে ডিমলা উপজেলা সদরের স্মৃতিসৌধ মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।