![](https://crimepatrol24.com/wp-content/uploads/2022/02/20220215_141658-300x135.jpg)
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা ।।
দীর্ঘ ২১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে চিতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) মোহাম্মদ নুর আলম শেখ সভাপতি ও রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আতুকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা সাংগঠনিক সম্পাদক ও গুটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সরকার অর্থ সম্পাদক নির্বাচিত হন।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ জন ডেলিগেট ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন ও জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা দেলোয়ার উপস্থিত ছিলেন । শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণে নির্বাচন কমিশনার ছিলেন ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন ও প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সুপ্রীতি রানী দাস।
উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলা শাখার কমিটি গঠনের পর আর কোন কমিটি হয়নি।