crimepatrol24
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

মাহতাব উদ্দীন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট,বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবলী সাদিক। ওই তিন উপজেলার ১৫৫ জন ব্যক্তি অনুদানের এই চেক পেয়েছেন। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার পৃথক তিনটি উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শিবলী সাদিক। এসব অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রনালয় কতৃক ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরাগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন তিনি।

আজ সকালে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সাংসদ শিবলী সাদিক। সেখানে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ শিবলী সাদিক। তিন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৫০ হাজার টাকা করে ঘোড়াঘাটে ৩৩ জন, বিরামপুরে ৫৭ জন এবং নবাবগঞ্জে ৬৫ জন রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও নবাবগঞ্জে ৫ জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও গাভী এবং ঘোড়াঘাটে প্রপ্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করেন সাংসদ শিবলী সাদিক।

ঘোড়াঘাটে ক্যান্সার রোগে আক্রান্ত রোগী তবিবর রহমান। তিনিও ৫০ হাজার টাকার চেক পেয়েছেন। তবিবর বলেন, ‘দীর্ঘদিন থেকে ব্লাড ক্যান্সারে ভুগছি। অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছি। গত দুই বছর থেকে ঔষধের উপর আছি। টাকার অভাবে বর্তমানে ঔষধ কিনতে পারছিনা। আজ আমাদের এমপি ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন। আপাতত দু’তিন মাসের ঔষধ কেনার টাকা পেলাম।’
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬ বছরের শিশু শিহাব মিয়া। তার মা এসেছিলেন টাকা নিতে। শিহাবের মা আমনা বেগম বলেন, ‘প্রতি মাসে হামার ছোলের শরীরে রক্ত দেওয়া লাগে। হামার স্বামী ভ্যানচালক। অর্থের অভাবে চিকিৎসা করাবার পারছিনা। আজ হামার এমপি এ টেকার চেক দিলি। এখন ব্যাংকেত থেকে টেকা তুলে ছোলের চিকিৎসা করামো।’

ঘোড়াঘাটে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘ঘোড়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সন্তানদের লেখাপড়ার জন্য ১ কোটির অধিক টাকা অনুদান প্রদান করলাম। অনেকে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঘুমিয়ে থাকেন। তিনি যদি ঘুমিয়ে থাকতেন তাহলে এত উন্নয়নের ছোঁয়া আমরা পেতামনা। প্রধানমন্ত্রী গণভবনে থেকেই ঘোড়াঘাটের মত ছোট উপজেলা সহ পুরো দেশ নিয়ে ভাবছেন। এটি অন্তর থেকে অনুভব করলেই বুঝতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘আজ আওয়ামীলীগ সরকারের হাত ধরেই স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আর আপনাদের জন্য আমরা কী উন্নয়ন করছি, তা এসব অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতেই আপনাদের মাঝে উপস্থিত হই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে ১০টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

নলছিটিতে মুক্তা হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

হোমনায় নবাগত ওসি’র যোগদানের দুই দিনের মাথায় দেশীয় অ’স্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

টেন্ডারবাজি নিয়ে রংপুর সিটিতে হট্টগোল, কাউন্সিলর লাঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ক্লুলেস ছিনতাই মামলার তথ্য উদঘাটন করল বগুড়া সিআইডি, মূল আসামী গ্রেফতার

নাসিরনগরের মহিষবেড়ে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা