মাহতাব উদ্দীন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট,বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবলী সাদিক। ওই তিন উপজেলার ১৫৫ জন ব্যক্তি অনুদানের এই চেক পেয়েছেন। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার পৃথক তিনটি উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শিবলী সাদিক। এসব অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রনালয় কতৃক ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরাগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন তিনি।
আজ সকালে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সাংসদ শিবলী সাদিক। সেখানে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ শিবলী সাদিক। তিন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৫০ হাজার টাকা করে ঘোড়াঘাটে ৩৩ জন, বিরামপুরে ৫৭ জন এবং নবাবগঞ্জে ৬৫ জন রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও নবাবগঞ্জে ৫ জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও গাভী এবং ঘোড়াঘাটে প্রপ্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করেন সাংসদ শিবলী সাদিক।
ঘোড়াঘাটে ক্যান্সার রোগে আক্রান্ত রোগী তবিবর রহমান। তিনিও ৫০ হাজার টাকার চেক পেয়েছেন। তবিবর বলেন, 'দীর্ঘদিন থেকে ব্লাড ক্যান্সারে ভুগছি। অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছি। গত দুই বছর থেকে ঔষধের উপর আছি। টাকার অভাবে বর্তমানে ঔষধ কিনতে পারছিনা। আজ আমাদের এমপি ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন। আপাতত দু’তিন মাসের ঔষধ কেনার টাকা পেলাম।'
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬ বছরের শিশু শিহাব মিয়া। তার মা এসেছিলেন টাকা নিতে। শিহাবের মা আমনা বেগম বলেন, 'প্রতি মাসে হামার ছোলের শরীরে রক্ত দেওয়া লাগে। হামার স্বামী ভ্যানচালক। অর্থের অভাবে চিকিৎসা করাবার পারছিনা। আজ হামার এমপি এ টেকার চেক দিলি। এখন ব্যাংকেত থেকে টেকা তুলে ছোলের চিকিৎসা করামো।'
ঘোড়াঘাটে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, 'ঘোড়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সন্তানদের লেখাপড়ার জন্য ১ কোটির অধিক টাকা অনুদান প্রদান করলাম। অনেকে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঘুমিয়ে থাকেন। তিনি যদি ঘুমিয়ে থাকতেন তাহলে এত উন্নয়নের ছোঁয়া আমরা পেতামনা। প্রধানমন্ত্রী গণভবনে থেকেই ঘোড়াঘাটের মত ছোট উপজেলা সহ পুরো দেশ নিয়ে ভাবছেন। এটি অন্তর থেকে অনুভব করলেই বুঝতে পারবেন।'
তিনি আরো বলেন, 'আজ আওয়ামীলীগ সরকারের হাত ধরেই স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আর আপনাদের জন্য আমরা কী উন্নয়ন করছি, তা এসব অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতেই আপনাদের মাঝে উপস্থিত হই।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।