কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামে আপুসি বোরোধান প্রকল্পের কৃষকরা ২২ এপ্রিল সোমবার সকালে সেচ উৎসব পালন করে। মাত্র দুইশ টাকা মূল্যে বোরোধান উৎপাদন করায় আনন্দ র্যালি করে। কৃষি পরিবেশ আন্দোলন কৃপার প্রতিষ্ঠাতা সভাপতি দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষি পরিবেশ উন্নয়ন সংগঠক অধ্যাপক মতিন সৈকত সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এলাকার সুবিধাভোগী কৃষকরা। বক্তব্য রাখেন আদমপুরের কৃষক মোঃ কালা মিয়া (৯০).মোঃ আলী আশ্রাফ (৫০). সিংগুলার মোঃ আবদুর রহিম মোল্লা (৬0). মোঃ দুলাল মিয়া(৪৮) পুটিয়ার মোঃ সুরুজ মিয়া (৫২)।
বক্তারা বলেন. সারাদেশে বোরোধান উৎপাদন করতে সেচের খরচ দিতে হয় এক হাজার থেকে দুই হাজার টাকা। সেখানে মতিন সৈকত ১৫০ বিঘা বোরোধানের জমিনে প্রায় ২৫ বছর ধরে মাত্র দুইশ টাকা সেচ সুবিধা দিয়ে আসছন। এতে আমাদের উৎপাদন খরচ কম হওয়ায় আমরা অনেক লাভবান। মতিন সৈকত আমাদের বোরোধানের জমিতে ক্ষতিকারক পোকামাকড় থেকে ফসল নিরাপদ রাখতে গাছের ঝাটা-জিংলা পুতে দেন।এতে পাখি বসে পোকামাকড় খেয়ে ফেলার কারণে কোনো রকম বিষ বা কীটনাশক ব্যবহার করা লাগেনা। এতে খরচ কমে যায়। মতিন সৈকত সেচের উৎস কালাডুমুর নদী পূনঃখননের জন্য বহুমুখী আন্দোলন করছেন। এছাড়াও মতিন সৈকত ৩০বছরেরও বেশি সময় ধরে আমাদের কৃষি পরিবেশ উন্নয়নসহ সমাজের নানা রকম কল্যাণমূলক কাজ করে দৃষ্টান্ত স্হাপন করেছেন। এক কথায়, মতিন সৈকত আমাদের কৃষকবন্ধু।