দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে কোনাপাড়া গ্রামে ২০১৬ সালে তাইজ উদ্দিন (২২) হ’ত্যা মামলায় তিনজনের যা’বজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমির উদ্দিন এই রায় ঘোষণা করেন। আসামিরা হলো- ত্রিশাল কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশালে কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামীরা মিলে ছাগল চু’রি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চু’রির কথা প্রকাশ করে দিলে আসামীদের গা’লমন্দ করে। পরে আসামীরা তাইজ উদ্দিনকে ওই বছরের ৮ এপ্রিল কোনাবাড়ি কালবার্টের নিকট নিয়ে গলা টি’পে হ’ত্যা করে কালবার্টের নীচে লাশ গু’ম করে রাখে। তিনদিন পর ১১ এপ্রিল শিয়াল-কুকুরে লা’শ টেনে বের করলে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়।পুলিশ খবর পেয়ে অজ্ঞাত পরিচয় লা’শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদি হয়ে একটি হ’ত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পরে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।