আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেটওয়ার্ক অব-নন মেইনষ্ট্রিমড মার্জিনালাইজড কমিউনিটিজ ফাউন্ডেশন (এএনএমসি)’র সহযোগিতায় বুধবার (২২মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এনএনএমসি’র উপজেলা শাখার সভাপতি তৌহিদা জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমীর হোসেন, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়াও এনএনএমসি’র রংপুর বিভাগীয় অ্যাডভোকেসি অফিসার পাপন কুমার সরকার, কো-অর্ডিনেটর নুরুল আমিন শুভ, ল্যাম্বের ফিল্ড কো-অর্ডিনেটর অ্যাডওয়ার্ড বিশ্বাস, এনএনএমসি’র উপদেষ্টা জাকির প্রধান, প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, সাবেক ছাত্র নেতা এমদাদুল হক মাসুম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল বাশঁফোর, সদস্য সনিতা রাণী প্রমুখ বক্তব্য রাখেন।