আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বহি:র্বিশ্বে ভাওয়াইয়া, ভাটিয়ালী প্রচার ও প্রসারের প্রাণ পুরুষ প্রবাস বন্ধু নুর ইসলাম বর্ষণের সম্মানে ভাওয়াইয়া গানের মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এসএম সোলায়মান। বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর পৌরমেয়র জননেতা দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু অধিদপ্তরের সাবেক ডেপুটি ডাইরেকক্টর মিনা মাশরাফি, প্রবাস বন্ধু নুর ইসলাম বর্ষণ, জেলা আ’লীগের সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ডাঃ একরামুল হক, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী অধ্যক্ষ নিনা মাশরাফি, আলহাজ্ব করিমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফি, সাবেক শিক্ষক নুর ইসলাম বি এসসি প্রমুখ ।