আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নবাগত জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। এ ছাড়াও এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে এবং তার প্রতিকার চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন, শ্রমিক নেতা মেরাজুল ইসলাম, সেলিম রেজা, প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় উপজেলা কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।