
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আমেরিকা বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১১টায় হোটেল বিশ্রাম ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতির সমন্বয়কারী ডা. ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে, বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি নিউইয়র্ক, ইউএসএ’র সভাপতি খতিব উদ্দিন সরকার, সমাজসেবক আলহাজ্ব সোলায়মান আলী, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলম, সাবেক শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, সংগীত শিল্পী সহিদুল সরকার, শাকিলা ডেনী, সমাজসেবক আবুবক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সমন্বয়কারী ডা. ফিরোজ আলম চিনু জানান, উক্ত সংগঠনের উদ্যোগে নীলফামারী জেলায় ২ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে।