আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে এক গ্রাম পুলিশের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট, চলাচলের রাস্তা বন্ধ করে বড় ভাইয়ের পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেও কোন ফল না পাওয়ায় স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে ইউসুফ আলীর পরিবার। সরেজমিনে জানা যায়, ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা জোরপাখুড়ী ২নং ওয়ার্ডের মৃত আফিজার রহমানের ছেলে ভ্যান চালক ইউসুফ আলী তার স্ত্রী ও ৪ কন্যা সন্তান নিয়ে বাবার বসত ভিটায় অতি কষ্টে জীবন যাপন করছে। জমিজমা নিয়ে ছোট ভাই উক্ত ওয়ার্ডের গ্রাম পুলিশ আকবর আলীর সাথে দীর্ঘদিন যাবত ঝগড়া- বিবাদ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করা হয়। এর পরেও সকল বাঁধা উপেক্ষা করে গত ৫ জানুয়ারি গ্রাম পুলিশ আকবর ও তার স্ত্রী হায়াতুন নেছা শত্রুতার জেরধরে ইউসুফ আলীর বাড়ীর চার পার্শ্বে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে অবরুদ্ধ করে রাখে। অপরদিকে বেড়ার পাশদিয়ে ইউসুফ তার ভ্যানগাড়ী নিয়ে যাওয়ার চেষ্টা করলে, সেই রাস্তায় বড় ধরনের গর্ত করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ইউসুফ তার ভ্যানগাড়ী নিয়ে বাহিরে যেতে না পারায় পরিবার নিয়ে অনাহারে দিনাতিপাত করছে। এ বিষয়ে ইউসুফ আলীর স্ত্রী শরিফা বেগম গত ৯ফেব্রুয়ারি ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার বরাবরে এর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষটি আমলে নিয়ে ডোমার থানায় তদন্তের দায়িত্ব দেন। ডোমার থানার এএসআই ফারুক ঘটনাস্থল তদন্ত করেও অদ্যাবধি কোন সমাধান না হওয়ায় চরম বিপাকে পড়েছে ইউসুফ আলীর পরিবার।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম জানান, তাদের বিষয়টি নিয়ে থানায় বসা হয়েছিল, কিন্তু সেখানে গ্রাম পুলিশের স্ত্রী হায়াতুন আমাদের চরম অপমান করে। বিষয়টি নিয়ে ওসি সাহেবের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে গ্রাম পুলিশ আকবর আলী বলেন, আমার জমিতে আমি খাল করেছি, তারা কোন রাস্তা দিয়ে যাতাযাত করবে সেটা আমার দেখার বিষয় না।