আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে রংপুর বিভাগের ৮টি জেলা নারী ফুটবল দলকে নিয়ে উপজেলা চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক। উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বনাম রংপুর জেলা নারী ফুটবল দল অংশগ্রহণ করেন।
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের আয়োজনে ও সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, সহিদার রহমান মানিক, ইলিয়াস হোসেন, গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন, মনজুর আহমেদ ডন, সোনারায় ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু উপস্থিত ছিলেন। খেলায় বাঘ সিংহের লড়াইয়ে পঞ্চগড় নারী ফুটবল দলকে ৩-০ গোল পরাজিত করে রংপুর জেলা নারী ফুটবল দল বিজয়ী হয়।