ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আলিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন মুফতি আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারিফুল ইসলাম। মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন কাজী মাহমুদ রানা বিটন। ওয়াজ মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।