কামরুল হক চৌধুরী >> কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের কথিত ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল, পুনরায় নির্বাচন অনুষ্ঠান এবং প্রধান শিক্ষক মোঃ সেলিমের অপসারণের দাবীতে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবকগণ এবং এলাকাবাসী। প্রধান শিক্ষক মোঃ সেলিম যোগদানের পর থেকে বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়ম- দুর্নীতি শুরু হয় বলে তারা দাবি করেন। পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ছাত্রাবাস না থাকা সত্ত্বেও একজন শিক্ষককে হোস্টেল সুপারের সম্মানীভাতা প্রদান এবং বিনে ভাড়ায় বাসা বরাদ্দসহ নানা অনিয়ম করা হচ্ছে বলে তারা জানান। সম্প্রতি ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম ১৮ এপ্রিল নির্বাচন স্থগিত করলেও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান পেছনের তারিখ দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ সেলিম বলেন- “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।