ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র খালিশপুরে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০৫/১০/২০২৪ তারিখ দুপুর ০৩.৩০ ঘটিকায় নাবালিকা (১৬)কে খালিশপুর থানাধীন নয়াবাটি দূর্বার সংঘ ক্লাব এর সামনে থেকে আসামীরা মুখ চেপে ধরে অ’পহরণ করে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ’র্ষণ করে বলে অভিযোগ করে ভিকটিমের মা। বাদীর এজাহারের পরিপ্রেক্ষিতে খালিশপুর থানার মামলা নং-০৫, তারিখ-০৬/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৭/৯(১) ২০০০ সালের নারী ও শিশু নি’র্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ০৬/১০/২৪ তারিখ ২১:৩০ ঘটিকায় নয়াবাটি এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করেন এবং আসামীকে আটক করেন।