ক্রাইম পেট্রোল ডেস্ক: কেএমপি’র হরিণটানা থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার দশ টাকাসহ ০৫(পাঁচ) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অদ্য ৩১/০৭/২০২১ খ্রি: তারিখ রাত ০০.৪০ ঘটিকার সময় হরিণটানা থানা পুলিশের অভিযানে জুয়াড়ী ১) মোঃ সাদ্দাম হোসেন(২৫), পিতা-মৃত: মকছেদ আলী, সাং-পিঁপড়ামারী, থানা-হরিণটানা; ২) সঞ্জয় রায়(৪০), পিতা-মৃত: হরিপদ রায়, সাং-বটবুনিয়া, থানা-দাকোপ, জেলা-খুলনা, এ/পি সাং-পিঁপড়ামারী, থানা-হরিণটানা; ৩) বিশ্বজিৎ সানা(৩৬), পিতা-মৃত: রমাকান্ত সানা, সাং-পশ্চিমদিঘা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি সাং-পিঁপড়ামারী, থানা-হরিণটানা; ৪) মোঃ বেল্লাল শেখ(৪০), পিতা-মৃত: খলিল শেখ, সাং-পিঁপড়ামারী, থানা-হরিণটানা এবং ৫) মোঃ কামাল সরদার(৩৫), পিতা-মোঃ গনি সরদার, সাং-কালিকাপুর, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-পিঁপড়ামারী, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের’ কে হরিণটানা থানাধীন পিঁপড়ামারী গ্রামস্থ আসামী মোঃ সাদ্দাম হোসেন এর টিন সেড বসত ঘরের মধ্যে হতে গ্রেফতার করা হয়। উপরোক্ত জুয়াড়িদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম ০১ সেট তাস, ০১ টি বসার চট (প্লাস্টিকের বস্তার তৈরী), এবং ৩,০১০ (তিন হাজার দশ) টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে হরিণটানা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।