রফিকুল ইসলাম : শনিবার সকালের দিকে সড়ক দুর্ঘটনায় আহত কুষ্টিয়া সদর উপজেলার কবুতর হাট গ্রামের খাইরুল ইসলাম (২৫) নামের এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে। নিহত খাইরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার কবুতর হাট গ্রামের মতলেব এর ছেলে।
জানা গেছে, শুক্রবার কুষ্টিয়া শেখ রাসেল হরিপুর সংযোগ সেতুর ওপর ও আদ্ব-দীন হাসপাতালের সন্মুখস্হ বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খাইরুলসহ ৩জন গুরুতর আহত হয়।
তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খাইরুলের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে শনিবার সকালের দিকে খাইরুল মারা যায় ।