রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : রবিবার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে নাজমুল মালিথা (৪০) নামের একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে । নিহত নাজমুল মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সিরাজ মালিথার ছেলে।
কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশেকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়।পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত নাজমুল মালিথা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।