ফারুক হোসেন রাজ, হেলাতলা(কলারোয়া)প্রতিনিধিঃ
যাতায়াতের সুবিধার্থে কলারোয়ায় অসহায় এক এসএসসি পরীক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
মঙ্গলবার (১২ফেব্রুয়ারি১৯) সন্ধ্যায় থানা চত্বরে বেবি নাজনিন নামের ওই ছাত্রীর হাতে সাইকেলটি তুলে দেয়া হয়।
বেবি নাজনিন উপজেলার আইচপাড়া গ্রামের আজিবর বিশ্বাসের কন্যা ও মির্জাপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
এসময় ছাত্রীর মা মোছা.লিলিমা খাতুনসহ থানার পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।