ফারুক হোসেন রাজ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকার তিন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার(২৫ ফেব্রুয়ারি ২০১৯) বিকাল ৪ ঘটিকায় উৎসব মুখর পরিবেশে দলীয় নেতা কর্মীদের উপস্থিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা আওয়ামীলীগের নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না স্ব- স্ব প্রার্থীর মনোনয়ন পত্র এক সাথে প্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমানের হাতে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মাস্টার আলহাজ্ব খায়বার সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যানগণ মনিরুল ইসলাম মনি, আব্দুল হামিদ সরদার, আসলাম খান, শেখ ইমরান হোসেন, শামসুদ্দিন আল মাসুদ বাবু, গাজী মাহবুবুর রহমান মফে, রবিউল হাসান, আবুল কালাম, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, রাম প্রসাদ দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, মিজানুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম,ইউপি সদস্য আসলাম আলী দুলাল, জুলফিকার আলী, জামাই সিরাজ, প্রভাষক শাহিনুর রহমান, প্রভাষক আব্দুর রহিম, আবুল খায়ের, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোখলেছুর রহমান, বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ জোয়াদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বেনজির হোসেন হেলাল,কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম সেলিম রেজা সহ অঙ্গ সংগঠনের তৃনমূল নেতৃবৃন্দ প্রমুখ।