ফারুক হোসেন রাজ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ফাতেমা বেগম গার্লস হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আখি খাতুন (১১) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতেই কীটনাশক(বিষ) পান করে। তাৎক্ষণিকভাবে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিকাল সাড়ে ৪ টার দিকে পথিমধ্যে সে মৃত্যুবরণ করে ।নিহত ছাত্রী ব্রজবাকসা ঘরামি পাড়া গ্রামের আমজেদ হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আখি খাতুন রোগ যন্ত্রনায় ভুগছিলেন। ঘটনার দিন ব্রেইনে ব্যাপক যন্ত্রনা বৃদ্ধি পাওয়ায় তা সহ্য করতে না পেরে সবার অজান্তে নিজ বাড়ীতে রাখা কীটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
অনুসন্ধানে থানা পুলিশ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে থানা সূত্রে জানা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা নং (৩) ১০/২/২০১৯ দায়ের করা হয়েছে বলে অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান নিশ্চিত করেন।