ক্রাইম পেট্রোল ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুলছাত্রের নিহত হয়েছে। আজ শনিবার সকালে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম ইকরাম উদ্দিন। সে মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্থানীয় এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যভাগ এলাকায় শনিবার সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের মধ্যে নেওয়া বৈদ্যুতিক লাইনের তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম নিহত হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইকরামের লাশ উদ্ধার করে।পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।