
অনলাইন ডেস্ক >> সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো এর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড জানিয়েছে, ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল এবং ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তবে কিডনিতে সমস্যা ও শরীরে কিছু ইনফেকশন রয়েছে ।
কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি নিয়ে আজ মঙ্গলবার সিঙ্গাপুর সময় দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ কো এর নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড।
ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ তথ্য মিডিয়ার জন্য জানিয়েছেন তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রফেসর ডা. আবু নাসার রিজভী।
ডা. আবু নাসার বলেন, ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর সেখানে জরুরি ভিত্তিতে একটি বোর্ড গঠন করা হয়। মঙ্গলবার সকালে তারা বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক ও ওবায়দুল কাদেরে স্বজনদের সঙ্গে বসেন। সেখানে তারা জানান, গত দুইদিন বাংলাদেশে যে চিকিৎসা দেওয়া হয়েছে তা যথাযথ ছিল। এখন ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল। তার কিডনিতে কিছু সমস্যা আছে, কিছু ইনফেকশন আছে। আগামী কিছুদিনের মধ্যে এই ইনফেকশন ও কিডনি সমস্যা দূর করে তারপর বাইপাস সার্জারি করার কথা চিন্তা করছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এবং সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতাসহ হাইকমিশনের কর্মকর্তারা।