পাবনা জেলা প্রতিনিধি >>
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পাকশী ইউনিয়নের বাঘইল চাইল্ড কেয়ার গার্টেনের পরিচালক সিরাজুল ইসলাম বাবুর (৪২) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাকশী রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তিনি পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, সকালে ট্রেনে কাটা পড়া দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধারে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, ‘কীভাবে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।’