মাও: শামীম আহমেদ সাঁথিয়া পাবনা >>
মহান আল্লাহ রাব্বুল আলামীন এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আন নিসার ১৪৮ নাম্বার আয়াতে কারীমায় ইরশাদ করেন- কোন খারাপ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারো প্রতি অন্যায় অত্যাচার হয়ে থাকলে সে কথা, মহান আল্লাহ তায়ালা শ্রবণকারী বিজ্ঞ। এ ছাড়াও পবিত্র হাদীস শরীফে এসেছে যে ,হযরত আবু সাইদ খুদরী (রা:) হতে বর্ণিত হযরত রাসুল (সা:) বলেছেন, গীবত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। তিনি আরো ইরশাদ করেন, কোনো ব্যক্তি যিনা করার পর যখন তওবা করে, মহান আল্লাহ তায়ালা তার তওবা কবুল করেন। কিন্তু গীবতকারীকে যার গীবত করা হয়েছে সে যদি মাফ না করে মহান আল্লাহ তায়ালা তাকে মাফ করবেন না। (বায়হ্বাকী শরীফ)