রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বাজারের পশুহাট থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ওয়ালিউর রহমান সেতু (৪২) নামের একজন ২০পিস ইয়ারাসহ পুলিশের হাতে আটক হয়েছে।
ওয়ালিউর রহমান সেতু কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের চাঁদামারী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
কুষ্টিয়ার মডেল থানার এস.আই তারেক জানান, সেতু ধর্ষণ মামলার আসামী। আজ তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছি।
এলাকাবাসীরা জানায়, সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ছোট পদে চাকুরী করলেও দীর্ঘদিন ধরে এলাকাতে ইয়াবার ব্যবসা করে আসছে। জানা যায় , আলামপুর ইউনিয়ন চাঁদামারী গ্রামের মনিব সাহার ছেলে ছরোয়ার হোসেন বাদী হয়ে ৯/৫/২০১৭ইং তারিখে কুষ্টিয়া কোর্টে একটি মামলা করে যার নং-১৫৯/১৭। গত ০৮/০৪/২০১৮ইং তারিখে -নারী ও শিশু নির্যাতন আইনে আরো একটি মামলা হয় যার নং-১১২/১৮ ।