মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ৫ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন এবং ২৫০ টি রাইজার উচ্ছেদ করা হয়েছে। উপজেলার ভবানিপুর গ্রামের ৩ কিলোমিটার ও হোমনা পূর্বপাড়া থেকে বাগমারা গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন এবং ২৫০ টি রাইজার উচ্ছেদ করা হয়। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন-ডিজিএম (ভিজিলেন্স) প্রকৌশলী রবিউল হক, ডিজিএম ( সেইফটি এন্ড সিকিউরিটি) মো. হেলাল উদ্দিন সিকদার, ম্যানেজার (ভিজিলেন্স) আবু জাফর, ম্যানেজার ( মেইনটেনেন্স) জসিম উদ্দিন, র্যাব ও পুলিশ ফোর্সসহ গ্যাস অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।