
মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁসিয়ার করে দিয়েছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার হোমনা বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তিনি অত্যন্ত নমনীয়ভাবে মানুষকে বুঝিয়ে- সুজিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করে আসছিলেন। কিন্তু মানুষ বিষয়টি গুরুত্বসহকারে না নেওয়ায় কঠোর নীতি অবলম্বন করতে বাধ্য হচ্ছেন এই কর্মকর্তা।
অভিযানকালে তিনি বলেন, কেউ ঢেউ টিনের ব্যবসা করেন, কেউ হার্ডওয়্যারের, কেউ ফার্নিচারের, কেউবা মুদি ব্যবসা। ফার্মেসি ২৪ ঘন্টা খোলা থাকবে, মুদি দোকান কাঁচা বাজার, কৃষি পণ্য ও সারের দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া অন্য কোন দোকান খোলা থাকবেনা। সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবে।
“ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদে রাখুন “