মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা বারোটায় পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে মৎস্য সপ্তাহের কর্মসূচি ও মৎস্য সম্পদের সমৃদ্ধি কল্পে ‘সাকার মাছ’ ধ্বংস এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিস্তারিত আলোচনা করেন। এসময় সাংবাদিকরাও অবৈধ জালের ব্যবহার রোধ, দেশীয় মাছের পোনা সংরক্ষণে প্রতিটি হাট-বাজারে নিয়মিত নজরদারী ও খামরারীদের মৎস্যচাষে পুষ্টিসমৃদ্ধ খাবারের ব্যবহার নিশ্চিত করার ওপর মতামত তুলে ধরেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।