
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ
আজ শনিবার কুমিল্লার হোমনা পৌরসভার বাগমারায় টিসিবি’র ন্যায্য মূল্যের ইফতার সামগ্রী বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কায়েস আকন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, রমযান মাসে যাতে মানুষ ন্যায্য মূল্যে ইফতার সামগ্রী ক্রয় করতে পারে সে জন্য পুরো রমযান মাসে এই কার্যক্রম চলমান থাকবে। মধ্যবিত্ত পরিবারের চাহিদা বিবেচনা করে ইউনিয়ন পর্যায়েও এই কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি।