মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় ওমরাবাদ জামিয়াতুল মদিনা ও মাদরাসাতুল মদিনার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বাদ মাগরিব উক্ত প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
হিফজ বিভাগের মোহতামিম হাফেজ মহি উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন। মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. আখতার হোসেন ও কিতাব বিভাগের মোহতামিম সামীর মাদানী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ মাস্টার, উক্ত মাদরাসার ক্যাশিয়ার নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর কেক কেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উক্ত মাদরাসার পরিচালক মো. আখতার হোসেন।