
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৮০০ গ্রাম গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। গতকাল মঙ্গলবার রাতে ছোট ঘারমোড়া বাগের শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকা ও হোমনা সদর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় । আটকরা হলেন- উপজেলার বাবরকান্দি গ্রামের মৃত হামজোত আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫),শ্রীমদ্দি গ্রামের মৃত আনারুল হকের ছেলে ফারুক মিয়া (৩৫) ও দ্বাড়িগাও গ্রামের আবদুল বাতেনের ছেলে মো. রফিক (৩২) ।
হোমনা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে র্যাব-৩ এর ডিএডি আবদুল জব্বার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ছোট ঘারমোড়া বাগের শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকা ও হোমনা সদর লঞ্চঘাট এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাজাঁ ক্রয় বিক্রয়ের সময় তাদেরকে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশী করে৷৷ তৌহিদুল ইসলামের কাছ থেকে ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি পুরাতন মোবাইল সেট এবং ফারুক মিয়া ও মো, রফিকের কাছ থেকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয় । তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে । তাদেরকে বুধবার কুমিল্লায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।