crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

হোমনায় ইউএনও’র বাজার মনিটরিং

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ দেড় মাস লকডাউনে থাকার পর সরকারি নির্দেশ মোতাবেক শপিংমল সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । সরকারি নির্দেশ মেনে দোকান খোলা রাখা,স্বাস্থ্য বিধি মেনে চলা ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমার নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী । প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী রবিবার শপিং মার্কেট আল রশিদ প্লাজা,শিলামনি মার্কেট ও খোরশেদ আলম মার্কেটসহ হোমনা পৌর বাজারে এ যৌথ অভিযান পরিচালিত হয় ।
এ সময় সঙ্গে ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ. থানার এসআই সেকান্দর আলী, পৌর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল ও সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুসহ যৌথ বাহিনীর সদস্যরা ।
জানা গেছে, শপিংমল সরকারি নির্দেশ মেনে দোকান চালু রাখা, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়- বিক্রয় করা, পবিত্র রমযানে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখা, মূল্য তালিকা অনুযায়ী বিক্রয় করা, করোনার ভয়াবহতা রোধে জনগণকে সচেতন করা, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য অভিযান পরিচালিত হয় ।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, সরকারি নির্দেশ মেনে দোকান খোলা রাখা,স্বাস্থ্য বিধি মেনে চলা,সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা,পবিত্র রমযানে নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে রাখা, মূল্য তালিকা অনুযায়ী বিক্রয় করার জন্য বাজার মনিটরিং করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়