![](https://crimepatrol24.com/wp-content/uploads/88364018_152651516219665_963054860310151168_n.jpg)
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে রবিবার ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়ার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহের হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম ও প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , শিক্ষক ও শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন ।