
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মাথাভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আবদুর রশিদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মাথাভাঙ্গা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আজ বুধবার বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা-তিতাস আসনের স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ এবং প্রধান মেহমান ছিলেন নারায়নগঞ্জ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ম সম্পাদক গাজী মো. ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুুবুর রহমান বকুল, আ’লীগ নেতা কায়সার আহমেদ ব্যাপারী, যুবলীগ নেতা মইনুল হোসেন মেম্বার ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কয়েক শতাধিক লোক এ সময় উপস্থিত ছিলেন ।
পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় । প্রকাশ, তিনি গত ১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।