মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
হোমনা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হোমনা সদর ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান, হোমনা পৌরসভার সাবেক প্রথম নির্বাচিত মেয়র হারুন মিয়া (৭৫) আর নেই। তিনি আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ——–রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ আছর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।