আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুর পৌরসভায় অবস্হিত হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল উদ্দীন, সদস্য এডহক কমিটি, হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হারুন-অর-রশীদ সহকারী জেলা শিক্ষা অফিসার,জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুলফিকার আলী,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জামালপুর ও তামান্না সালেহীন, প্রধান শিক্ষক, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয় জামালপুর, মাহমুদা হাসনাত সহকারী শিক্ষক (অব) হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন আলিফা আখতার প্রধান শিক্ষক হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফারজানা ইসলাম, সহকারী শিক্ষক হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক ও স্হানীয় বিশিষ্ট ব্যক্তি, যুবক ও শিক্ষার্থীবৃন্দ।