ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক–কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়াকে বিএনপির দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি না দিলে আগামী নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ কথা বলেন তিনি।
শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘সেলিম ভূঁইয়া সারা বাংলাদেশের ৬ লাখ শিক্ষক-কর্মচারীর পরিবারকে ইতোমধ্যে বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। জনাব তারেক রহমান আপনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনি বাংলাদেশের লক্ষ কোটি জনতার নয়নের মণি। ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করতে চাই, অবিলম্বে সেলিম ভূঁইয়াকে যদি আপনার দলের দলীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি না দেন, তাহলে আগামী নির্বাচনে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’
তিনি বলেন, ২০০১ সালে চার দলীয় জোটের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সদর এমপির সাথে বিভিন্ন এলাকায় আপনার নামে স্লোগান দিয়েছি, নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছি। আপনাকে আমরা পছন্দ করি হৃদয় থেকে। দালালগুলোকে যদি আপনি দায়িত্ব থেকে অব্যাহতি না দেন-আমরা যারা আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, আপনার দলকে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারব না। যারা বর্তমানে শিক্ষকতা করে আপনি তাদেরকে নেতৃত্বের আসনে বসান আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু যদি দালাল-অবসরপ্রাপ্তদের বসিয়ে রাখা হয়, তাহলে ছয় লক্ষ শিক্ষক-কর্মচারী পরিবার ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে জবাব দেবে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফান্ডিংয়ের ব্যাপারে ঘোষণা দিতে চাই, গোয়েন্দা সংস্থাগুলো সারা দিন আমাদের নজরদারিতে রেখেছে, গোয়েন্দাদের কাছে যদি কোনো তথ্য থাকে তা সন্ধ্যার মধ্যে প্রকাশ করুন এবং আমাদের সকলকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে এই বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে সেলিম ভূঁইয়া – রাকিবকে গ্রেপ্তার করে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।’
এর আগে, এক সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের নামে বর্তমানে একটি সংগঠন রাজপথে নানা কর্মসূচি পালন করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়ে কোটি কোটি শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত ঘটিয়ে তারা সরকারকে বিপর্যস্ত করে তুলেছে। যিনি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের আশ্বাস দিয়ে আন্দোলন করছেন, তিনি একজন আওয়ামী দোসর। তার অকাট্য প্রমাণ রয়েছে।’
শিক্ষা উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলে উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, ‘বর্তমানে অর্থ উপদেষ্টা দেশে না থাকায় কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব হচ্ছে না বলে তাঁরা জানতে পেরেছেন। বাস্তবতার নিরিখে সরকারকে কিছুটা সময় দেওয়া যৌক্তিক।’


















