
ক্রাইম পেট্রোল ডেস্কঃ
আজ মঙ্গলবার চাঁদপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের প্রাচীনতম প্রথা অনুযায়ী রসুল আহম্মেদ নিজামী, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, চাঁদপুর এর সহকারী পুলিশ সুপার পদে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম-বার ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

















