crimepatrol24
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নয় : জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বিগত দিনের একতরফা ও প্রহসনের নির্বাচনগুলো প্রমাণ করেছে—দেশে নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বিচার ও সংস্কার ছাড়া আর কোনো নির্বাচন নয়।বিচারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “যারা শুধুমাত্র দ্রুত নির্বাচনের কথা বলছেন, তারা বিষয়টির গভীরে যাচ্ছেন না। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা আরেকটি প্রহসনে পরিণত হয়, তবে তা জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দেশে কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন চাইলে আগে বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সংস্কার আনতে হবে।”

তিনি আরও বলেন, “বিচারের নামে যারা অবিচার করেছে, যারা নিরপরাধ মানুষ হ*ত্যা করেছে, সেই অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে। অন্যদিকে, যারা অন্যায়ের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি( আল্লাহ) যেন তাদের জান্নাতবাসী করেন। তবে তাদের জীবন যারা অন্যায়ভাবে কেঁড়ে নিয়েছে, সেই অন্যায় ও অবিচারের বিচার না হওয়া পর্যন্ত দেশে সুবিচার প্রতিষ্ঠিত হবে না।”

এটিএম আজহারের মামলার রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ রায়ে দেশের বিচার ব্যবস্থায় সুবিচারের একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। কিন্তু একইসঙ্গে অনেক নিরপরাধ ব্যক্তি অবিচারের শিকার হয়েছেন। তাই বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”

দ্রুত নির্বাচনের দাবির বিরোধিতা করে তিনি বলেন, “যদি নির্বাচনের নামে আরেকটি সাজানো নির্বাচন হয়, তবে তা ফ্যাসিবাদবিরোধী চলমান আন্দোলনের পরাজয়ের শামিল হবে। আমরা এমন নির্বাচন চাই না, যা গণতন্ত্রকে আরও দুর্বল করবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্মেলনে জেলার ১৩টি উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো মাঠজুড়ে কর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস সম্মেলনে প্রাণচাঞ্চল্য তৈরি করে। বক্তারা আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য দলীয় কর্মীদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লায় টিপরা বাজারের নিখোঁজ ফল দোকানদারের অ’র্ধগলিত মৃ’তদেহ উদ্ধার

কুমিল্লায় টিপরা বাজারের নিখোঁজ ফল দোকানদারের অ’র্ধগলিত মৃ’তদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে গুঁড়া মশলার প্যাকেটে হেরোইনসহ এক নারী ও ডেমরা থেকে পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

পঞ্চগড়ে সাংবাদিকদের একাংশ প্রধানমন্ত্রীর প্রনোদনা পাওয়ায় বাকীদের ক্ষোভ

কন্যা সন্তান নিয়ে শেফালীর ঠিকানা এখন চিলাহাটি রেলস্টেশন

আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ আটক ২ 

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বং’স

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড