
জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগাছায় চার্জার রিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই কারীরা হলেন স্থানীয় জগজীবন বাঘভাসা গ্রামের বাবলু মিয়ার ছেলে সোহেল (২৫), হাসেন আলীর ছেলে আসাদুল (২৪) ও আব্দুল হকের ছেলে সাগর (২৫)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমানকে পীরগাছা উপজেলার গোবরাপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশে তার কাছে রিকশা ভাড়া করে ওই ছিনতাইবাজরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোবরাপাড়া গ্রামে পৌঁছলে তারা চালকের কাছ থেকে রিকশাটি ছিনতাই করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সোহেল নামের এক ছিনতাইকারীকে আটক করলে সহযোগী ছিনতাইকারীরা রিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে পীরগাছা থানা পুলিশ সড়কে চেক পোস্ট বসিয়ে রিকশাসহ পলাতক ২ জনকে আটক করতে সক্ষম হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ৩ ছিনতাইকারী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়ার পর আদালতের নির্দেশে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়।