মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর নগরীর গোমস্তাপাড়ায় দীর্ঘদিন হতে সম্রাট নামে এক ব্যক্তি বাসাভাড়া নিয়ে বিভিন্ন স্থান হতে যৌনকর্মীদের নিয়ে এসে দেহ ব্যবসা করাতো বলে জানা গেছে। সম্রাট রংপুরের পাগলাপীড় এলাকার বাসিন্দা বলে জানা যায়।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ রংপুর মহানগরীর গোমস্তা পাড়ায় ২৬/১ নং হায়দার আলীর বাসায় তল্লাশি করে একজন খদ্দেরসহ দেহ ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন সূত্র এ ব্যপারে জানায়, হায়দার আলীর বাসায় অনেকদিন হতে পরিচিত ও অপরিচিত অনেক লোক ও মহিলারা যাতায়াত করতো আমরা প্রথমে সে রকম কিছু মনে করিনি, ধীরে ধীরে আমাদের সন্দেহ হয় এবং আজ তা হাতে নাতে প্রমাণিত হলো। ভাইরাসের কারণে দেশ যখন আতঙ্কে তখন এলাকায় সে বিভিন্ন স্থান থেকে মেয়ে নিয়ে এসে চালাচ্ছে যৌন ব্যবসা। আমরা এর কঠিন বিচারের দাবি জানাচ্ছি।
পুলিশ ও এলাকাবাসীর সহোযোগিতায় চার জন দেহ ব্যবসায়ি মহিলা ও একজন পুরুষকে আটক করা হয়। জানা গেছে, পুরুষটি খদ্দের হিসেবে এসেছিল। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় মূল হোতা সম্রাটকে ধরার চেষ্টা চলছে।