
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া’র ১৩৯ তম জন্ম ও ৮৭ তম মৃত্যুবার্ষিকী তথা আজ ৯ ডিসেম্বর ‘রোকেয়া দিবস’ উদযাপনে তার স্মৃতিবিজড়িত জন্মস্থান রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দে নির্মিত ম্যুরালে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধঞ্জলি নিবেদন শেষে মহীয়সী বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস,সদস্য পারভীন আক্তার,সোনালী রায় প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলাতে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতাসহ সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।